কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী থানায় মামলা করলে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মিজানুরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে। মিজানুর উপজেলার নাওডাঙা ইউনিয়নের নাওডাঙা গ্রামের বাসিন্দা।
অভিযোগকারী ওই নারী জানান, ৯ থেকে ১০ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেন মিজানুরের বাবা। তাদের ঘরে ছয় বছরের একটি মেয়ে আছে। এরমধ্যে সতীনের মাদকাসক্ত ছেলে মিজানুর কয়েকবার যৌন হয়রানিসহ ধর্ষণচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
তিনি আরও জানান, শনিবার (১৭ অক্টোবর) রাতের খাওয়া শেষে মেয়েসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এসময় তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে কেউ না থাকায় মিজানুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় জাপটে ধরে ধর্ষণচেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা মেয়ে জেগে ওঠে। মা-মেয়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মিজানুরকে হাতেনাতে আটক করে।
ভুক্তভোগী নারীর প্রতিবেশী মকবুল হোসেন, মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান জানান, মিজানুর মাদক সেবন করে বলে আমরা জানি। নেশাগ্রস্ত হয়ে সে প্রায়ই তার সৎমাকে যৌন হয়রানির চেষ্টা করে।
নাওডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজামাল মিয়া সন্তোষ জানান, মিজানুর আগেও এধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। ওই নারীর ভবিষ্যত নিরাপত্তার কথা ভেবে তাকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে ।
ওসি রাজীব কুমার রায় জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
খুলনা গেজেট/এআইএন