নোংরা, স্যাঁতসেঁতে ঘরে স্তুপ করে রাখা হয়েছে সেমাই। অস্বাস্থ্যকর ঘরে চলছে সেমাই তৈরি। শনিবার খুলনা নগরীর শিরোমনি দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে ওই দুই কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, শিরোমনির ইয়াদুল লাচ্ছা সেমাই ও এ.টি.কে ফুড কারখানায় খুবই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি হচ্ছিলো। সেমাই তৈরি তারা নোংরা ঘরে স্তুপ করে রেখেছে। দুটি কারখানাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শিরোমণি বাজারে মোহাম্মদ হোটেল নামের একটি প্রতিষ্ঠানে জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ মেশানোয় তাদের ১ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা গেজেট/এইচ