খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

স্বামী সম্পর্কে যা বললেন মাধুরী দিক্ষিত

বিনোদন ডেস্ক

বিবাহিত জীবনের বয়স পেরিয়েছে দুই দশকের বেশি। সংসার-সন্তান সামলে বেশ সুখেই আছেন বলিউডের একসময়কার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অতীতে বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তার। রটেছে লুকিয়ে বিয়ের গুঞ্জনও। কিন্তু রাম নেনের সঙ্গে বিয়ের পর জীবনকে আরও ভালোভাবে ভালোবাসতে শিখেছেন মাধুরী।

সব মিলিয়ে কেমন কাটল এতগুলো বছর? মাধুরী জানাচ্ছেন, পুরো ব্যাপারটাই ভীষণ কঠিন। ডাক্তারের স্ত্রী হওয়া বেশ ঝক্কির। তার কথায়, ‘রাত হোক বা দিন যে পরিমাণ সময় আমাদের দিতে হয় তা তার পেশার জন্য তা বেশ কঠিন। বাচ্চাদের স্কুল থেকে আনা, তাদের খেয়াল রাখা এইগুলো সব নিজের হাতে করতে হয়। এমন কিছু হয়ে গেল কিন্তু তাকে পাওয়া গেল না। তখন হয়তো সে হাসপাতালে অন্য কারো খেয়াল রাখছে।’

যদিও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ নেই। বরং তাকে নিয়ে গর্বিত মাধুরী। অভিনেত্রীর ভাষায়, ‘যখনই দেখি তুমি তোমার রোগীদের আগে রাখছ, তাদের অধিকারের জন্য লড়াই করছ আমার ভীষণ ভালো লাগে।’

দাম্পত্য জীবন খুব সুখেই কাটছে এই নায়িকার। পেশায় চিকিৎসক হলেও স্বামীর রসায়নে মুগ্ধ মাধুরী। অভিনেত্রীর মূল্যায়ন, ‘জীবনটাকে আরও বেশি করে উপভোগ করা শুরু করলাম। আমরা বাইরে গেলাম। একসঙ্গে ঘুরলাম। একসঙ্গে প্রচুর মজা করলাম। আমার জীবন সমৃদ্ধ হয়ে গেল। মানুষ হিসেবে আমায় আরও উন্নত করে তুলল।’

অন্যদিকে মাধুরীর মতো স্ত্রী পেয়ে আবেগঘন রাম নেনেও। তার কথায়, ‘তুমি যেমন ভালোবাসো ঠিক তেমনই আগলে রাখো। তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য।’

প্রসঙ্গত, ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী ও নেনে। তাদের দুই সন্তান রয়েছে। প্রথম সন্তান আরিনের জন্ম হয় ২০০৩ সালে। অন্যদিকে রায়ান জন্ম নেয় ২০০৫ সালে। সংসার-সন্তান নিয়ে সুখের সংসার মাধুরীর। ২০০৮ সালে পদ্মশ্রী লাভ করেন এই অভিনেত্রী।

গেজেট ডেস্ক/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!