স্বাধীনতা আমার বাংলা ভাষার শব্দমালা উচ্চারণে
হৃদয়ের মমতাবন্ধনে পুঁথি-গাঁথা, কবিতা ছন্দ।
একাত্তরে মুক্তিযুদ্ধে সংগ্রামী চেতনায় মায়ের বুকের
বেদনায়, শতো বিজয় আকাঙ্ক্ষায়, অশ্রুঝরা
সোনালি স্বপ্ন!
আঁধার রজনী পোহায়ে, সুপ্রভাতের বিজয় আনন্দ
পুষ্প-ফোটা রজনীগন্ধার সুগন্ধ।
মুক্তিযুদ্ধের চেতনায় বীর শহীদদের দেশপ্রেম
ভালোবাসায় কান্নাহাসির সচিত্র বন্ধনে,
উজ্জ্বল গৌরবের মাস ডিসেম্বর।
সোনালি স্বপ্নের ভবিষ্যত গড়তে নতুন জাগরণে,
নতুন শপথে উদ্দীপ্ত দিবস, রজনী, প্রহর।
লাল-সবুজে, বৃত্তে, স্বাধীন পতাকা হাতে নয়ন সুখে
হাসিভরা অধর। জনতার উল্লাস, শান্তির নহর।
লাখো লাখো বীর শহীদের আত্মত্যাগে –
রক্তের বিনিময়ে বিশাল এক স্বপ্ন জয়ের
ইতিহাস।
পাক হানাদারের নির্মম বর্বরতা, নিপীড়ণের
কথা জাতি ভুলবে না কোনদিন।
বাংলা ভাষা, বিশ্বভাষার ঐতিহ্যে গৌরবে
গাইছে স্বাধীনতার জয়গান, বাঙালির এলো সুদিন।
খুলনা গেজেট/এনএম