খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

স্বাধীন বাংলাদেশ : আমার প্রিয় জন্মভূমি

আবদুস সালাম খান পাঠান

স্বাধীনতা আমার হৃদয়ের সুখ, অনাবিল প্রশান্তি, স্বদেশের –
মাটির মায়ায় আকাশে উদিত নক্ষত্র ধ্রুবতারা;
-‘তারার জ্যোতি’।
রক্তলাল ‘শিমুল’, পলাশ, বকুলের গন্ধমাখা, হৃদয় সৌরভে
জন্মভূমির প্রেম-, স্নেহ-ভরা প্রীতি।
ভোরের রক্তিম সূর্যোদয়ে প্রাণের আবেশ, স্বাধীন ভাষায়
ভাবনার রেশ। চাঁদের স্নিগ্ধ কিরণে বাতাসের ঢেউয়ে
অন্তর জুড়ায় অতি। রাজী নদীর নৌকো বাইচ, শৈশব স্মৃতি।
নব ঊষায় লাল সবুজের পতাকা উড্ডীন, মুক্তিযুদ্ধে বিজয়
উল্লাসে, মুক্ত, বাংলার-আকাশ, মাটি,- এতো প্রিয় খাঁটি।
সবুজাভ চায়ের বাগানের মনোরম দৃশ্যে, দু’নয়নের তৃপ্তি।
বাংলার কর্দমাক্ত, মাঠঘাট, নদীজল, পাহাড়ি ঢালু পথে
সংগ্রামী চেতনার ফসল। বুকভরা ভালোবাসা, দেশপ্রেম
দীপ্ত শিখা প্রবাহ অনল। কায়িক শ্রমে, কিষানের মাঠভরা সুফসল,
সাগর সৈকতে বৈকালিক মুক্ত হাওয়া নির্মল, নিঃশ্বাসে বল
নব উল্লাসে বিজয় গৌরবে পুষ্পকুঁড়ি, মুকুলে থোকাভরা
আম্রকানন। পত্র-পল্লব, ফলে ফুলে ভরা ; ঘন অরণ্য
সুন্দরবন; ভাওয়ালের গজারী, দেবদারু শালবন।
পাহাড়ি প্রাকৃতিক বৃক্ষ শোভায় রাঙামাটির লেকের জল,
সুজলা-সুফলা শ্যামল বাংলার, জোৎস্নার আলোক, দূর
-দিগন্ত ঝলমল। কেল্লা তাজপুর , যুদ্ধের মাঠ বঙ্গবীরাঙ্গনা সখিনার বীরত্বে
-স্মৃতির পাতায় গৌরবোজ্বল।

বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, রূপালী
নদী, ঝর্ণাধারায় আমার ভালোবাসা অফুরান।
সবুজ দৃশ্যে পদ্মা, মেঘনা যমুনার তীর শস্য ফসলের
সুঘ্রাণ । হৃদয় নদীর কল-কল ধ্বনি, বন্যার স্রোত বেগবান
স্মৃতির পাতায়, বীর শহীদের উৎসর্গিত প্রাণ
ত্যাগে, অমরত্বে মহীয়ান | মুক্তিযুদ্ধের চেতনা চির অম্লান।
জন্ম ভূমির মাটির মোহ-মায়ায় কত বেদনা আকুল,
গৃহাঙ্গন, বাড়ির উঠোনে ফুটে কতো সুন্দর-
ডালিমফুল । বেদনার অশ্রুজল মুছে, স্বাধীন বাসনা আকুল।
সোনালী স্বপ্নের স্মৃতিমাখা সুন্দর শ্যামলিমা
নতুন বৈচিত্রে স্বাধীন বাংলাদেশ।
ভবিষ্যৎ প্রজন্মের, শতো সমৃদ্ধি, শান্তি সুখের
আবেশ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!