খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খুলনার মেয়ে পিয়া

বিনোদন ডেস্ক

মডেল, উপস্থাপিকা পিয়া জান্নাতুল। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুবাদে খুলনার মেয়ে পিয়ার তারকাখ্যাতি অনেক উজ্জ্বল হয়ে উঠেছে। ২০১৪ সালে তিনি একটি হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেন। এরআগে ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ খেতাব অর্জন করেন তিনি। ১৯টি দেশের সুন্দরীদের টপকে তিনি এই খেতাব পান। সম্প্রতি ‘পাপ’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মডেল। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে এ কে আজাদ আদরকে, যার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।

জানা গেছে, খুব শিগগিরই এটি একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে পিয়া জান্নাত বলেন, এই স্বল্পদৈর্ঘ্যটা আসলেই একটু অন্যরকম। গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে। আজাদের সঙ্গে প্রথম কাজ আমার। দু’জনের নতুন কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। আশা করছি, কাজটি দর্শকদের পছন্দ হবে। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। এ ছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন। ২০১৬ সালে বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগের মুম্বই সংস্করণের অক্টোবর সংখ্যার প্রচ্ছদ মডেল হয়েছেন পিয়া। এরপর র‌্যাম্প মডেল হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে সিনেমায় অভিনয় শুরু করলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ভারতের জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ প্রচ্ছদেও ছাপা হয়েছে পিয়ার ছবি।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!