ঈদের খুশি মধ্যবিত্ত ও নিম্নবিত্তসহ ছিন্নমূল মানুষদের মাঝে পৌঁছে দিতে বরাবরের ন্যায় এবারেও খুলনার পাইকগাছার কপিলমুনিতে অবিশ্বাস্য কম মূল্যে ঈদের কেনাকাটার সুযোগ করে দিয়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেসার্স পপি এন্টার প্রাইজ। ২০ তম রমজান থেকে উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স পপি এন্টারপ্রাইজের শোরুম ছাড়াও ক্রেতাদের বাড়তি সুবিধার্থে গার্লস স্কুল সংলগ্ন ড্রিম টাচ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বর্ধিত কলেবরে দ্বিতীয় শাখায় সর্বনিম্ন নির্ধারিত মূল্যে পোশাক বিক্রয় কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। যা চলবে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আর্থিক সংকটের ফলে ঈদে নতুন জামা কাপড় কিনতে পারছেন না অনেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে স্বল্প মূল্যে সন্তানদের পোশাক কিনে দেওয়ার সুযোগ পেয়ে বেজায় খুশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো।
প্রতিবেদনকালে সরেজমিনে কথা হয় কেনাকাটা করতে আসা কয়েকজনের সাথে। সর্বনিম্ন নির্ধারিত মূল্যে সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে পারায় বেজায় খুশি তারা। স্বল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন বলেও জানান অনেকেই। আর তাই আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়াও করছেন অনেকে।
এ ব্যাপারে মেসার্স পপি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ জানান, মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের মানুষেরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই বরাবরের ন্যায় সামাজিক দায়বদ্ধতা থেকেই তার এমন ব্যতিক্রমী আয়োজন। প্রিয় সন্তানের আবদার মেটাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাবা-মায়ের পাশে দাঁড়াতে যার যার অবস্থান থেকে চেষ্টা করলে অসহায়-ছিন্নমূল মানুষের মুখে হাঁসি ফোটানো সম্ভব। বিক্রয় বেশি হওয়াতে লসের পরিমাণ বাড়লেও ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে