স্পিকার ও ডেপুটি স্পিকারের বিল নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চের ৩২ পাতার সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি চ্যানেল24 এর হাতে আসে। রায়ে আপিল বিভাগ জমির উদ্দিনের সময়ে নেয়া বিলের অর্থ ছয় মাসের মধ্যের ফেরত দেয়ার নির্দেশ দেন।
আপিল বিভাগ রায়ে বলেন, এখন থেকে দুদক বা অন্য কোন সংস্থা স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ বা হুইপের বিল অনুমোদন নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকদের গাইড লাইন ফলো করার নির্দেশ দেয়া হয়।
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ৫টি দুর্নীতি মামলা বাতিল করে গত ২৫ আগস্ট রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। স্পিকার থাকা অবস্থায় তার বিরুদ্ধে কেনাকাটা ও চিকিৎসা বিল সংক্রান্ত এ মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে দেয়া হয়।
এছাড়া চিকিৎসা বিলের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে নেয়া অর্থ ছয় মাসের মধ্যে ফেরত দিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আরেক রায়ে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে যেন তেনোভাবে জামিন না দেয়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মানার কথাও বলা হয়।