‘কাঁচা বাদাম’ গান গেয়ে তুমুল পরিচিতি পেয়েছেন ভারতের বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর। বাংলার সীমানা পার করে গানটি পৌঁছে গেছে বিদেশে। টিকটক, ইউটিউবে গানটির ডান্স কাভার করেছেন অসংখ্য মানুষ। বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারকে দেখা গেছে ভারতের টিভি অনুষ্ঠানে।
গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম বাংলার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে দেখা গেছে ভুবনকে। সেখানে তিনি বলেছিলেন, এখনও মাটি দিয়ে বাড়িতেই থাকেন তিনি ও তার পরিবার।
এ কথা বলার কয়েক মাসের মধ্যেই পালটে গেছে সবচিত্র। ভুবনের মাটির ঘর এখন ইটের দালান।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবনের নতুন বাড়ির দৃশ্য। দুবরাজপুরে ভুবনের কাঁচা বাড়ির পাশেই বানানো হয়েছে ইটের পাকা বাড়ি।
ঘরের ভিতরে বসেছে নীল রঙের টাইলস। জনৈক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই সাজিয়ে দিয়েছেন ভুবনের ঘর।
ভারতীয় সংবাদমাধ্যমে ভুবন জানান, সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়। এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি কোনোদিন।
পুরোনো বাড়ির চাল উড়ে গেছে ঝড়ে, তাই স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে উঠেছে ভুবন বাদ্যকর।
আপতত স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকর ও তার স্ত্রী আদুরিকে। জুটির রসায়ন মন কাড়ছে দর্শকদের।