খুলনা, বাংলাদেশ | ২৯ মাঘ, ১৪৩১ | ১২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  যতদিন ডেভিল থাকবে ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
খুলনার একুশে বইমেলা

স্টলগুলোতে নজর কাড়ছে ২৪-এর গণঅভ্যুত্থানের বই

নিজস্ব প্রতিবেদক

খুলনার একুশের বইমেলায় প্রতিদিন নতুন নতুন বই পাঠাচ্ছে ঢাকার প্রকাশনী সংস্থাগুলো। নতুন বইয়ের মধ্যে ২৪ এর গণঅভ্যুত্থানের বই এর সংখ্যা বেশি। স্টলগুলোতে রয়েছে রাজনীতি, অর্থনীতি, ভ্রমণ কাহিনী, মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক।

এদিকে প্রতিদিনই মেলায় ভিড় বাড়ছে , তবে ক্রেতার সংখ্যা কম। মেলায় তরুণীদের উপস্থিতি বেশি। সবচেয়ে বেশি ভিড় বৈষম্য বিরোধী আন্দোলনের গ্রাফিতের সামনে। ছবি তোলা হিড়িক পড়েছে সেখানে।

দুপুর গড়িয়ে পশ্চিম আকাশে সূর্য যখন হেলে পড়ে তখন শুরু হয় মেলার প্রস্তুতি। গোধূলি লগ্নে ভিড় বাড়তে থাকে। মেলার মঞ্চ থেকে নানা ধরনের সংগীত ও নৃত্য পরিবেশন হতে থাকে। সন্ধ্যার পর পরই শুরু হয় বেচাকেনা। যদিও তাতে সন্তুষ্ট নন স্টল মালিকরা।

তরুনীদের ভিড় দেখা যায়, বাক আবৃতি অনুশীলন চক্র স্টলের সামনে। এই স্টলে নতুন বইগুলো মধ্য স্থান পেয়েছে দুর্নীতি ও দুঃশাসন, ৩৬ জুলাই, আয়না ঘর, জুলাই, আয়না মহল, ছাত্র জনতার অভ্যুত্থান, ২৪ এর গণঅভ্যুত্থান, সংকাট কালের অর্থনীতি, শেখ হাসিনার পতন কাল ও স্বাধীন বাংলার অভ্যুদয় এবং অতঃপর।

স্টলের বিক্রেতা সুলতান মাহমুদ শ্রাবণ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান সম্পর্কিত লেখা বইগুলো প্রতি পাঠকের চাহিদাবেশ। সেই সাথে সাথে নিষিদ্ধ বই গুলোর চাহিদাও বেড়েছে। গত বছরের থেকে পাঠকের চাহিদা অনেক কম। হার অনুপাতে ৪০ শতাংশ কমেছে পাঠক।

অক্ষরবৃত্ত প্রকাশনী এবারের মেলায় গল্প, উপন্যাস, কবিতা ও শিশুতোষ বইগুলো বাজারে এনেছে। তাদের
উল্লেখযোগ্য বইগুলোর মধ্য বয়েছে কালো পাহাড়, অচেনা নাগীব মাহফু (অনুবাদক ফজল হাসান ), সুরঙ্গ ও নীল চাঁদ, রূপনগরে আর গোলাপ ফোটে না, একটি নিঃসঙ্গ তালগাছ, (ভূতের উপন্যাস) গোস্ট প্যালেস। বই গুলো ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ছোটদের জন্য রয়েছে ভরসা কর আল্লাহর উপর, নূহ এর জাহাজ, হাবিল ও কাবিল ও সোনালী গাভী।

স্টলের বিক্রেতা মোহাম্মদ নামিম রহমান অবিযোগ করে বলেন, এবারের মেলায় প্রচার প্রচারণা ভালভাবে করা হয়নি। গতবারের তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম।

খুলনা বিএল কলেজের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, জ্ঞান অর্জনের জন্য প্রচুর বই পড়তে হবে এজন্য বইমেলায় এসেছি বই কিনতে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি।

আরেক শিক্ষার্থী ইসরাত খাদিজা জানান, গতবার সাজানো গোছানোর ছিল এবার একটু অগোছালোভাবে একুশের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তার পছন্দের লেখক হুমায়ূন আহমেদ এর হিমু সমগ্রী, কোথাও কেউ নেই, বৃষ্টি বিলাস, কিনেছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!