খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

সৌদি সফরের জন্য ক্ষমা চাইলেন মেসি

স্পোর্টস ডেস্ক

ফুটবল–বিশ্বে ঝড় বয়ে যাচ্ছে লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে। মেসির মতো খেলোয়াড় ক্লাবের শৃঙ্খলা ভেঙে নিষিদ্ধ হয়েছেন, এটা অনেকের কাছে ছিল অভাবনীয়। অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে। প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছেন তাঁর বিরুদ্ধে। কেউ কেউ তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে এখানেই মেসি-পিএসজি সম্পর্কের শেষ দেখছেন অনেকে। এমনও শোনা যাচ্ছে, পিএসজি তাঁর সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা থেকেও সরে আসছে। ফুটবল–বিশ্বের অনেকে ধরে নিচ্ছেন, মেসির সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

এমন অবস্থায় সবাই তাকিয়েছিল মেসির দিকে, তিনি কী বলেন, তা শোনার জন্য। অবশেষে মেসি পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

সেই বার্তায় আরেকবার ধরা পড়ল মেসির চিরায়ত সেই বিনয়ী রূপ। সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এ কাজ করলে তাঁকে শাস্তি পেতে হবে? এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিও তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল, এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি।’

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!