কখনো হানিট্রাপ, কখনো সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং। তথ্য ফাঁস হওয়ার আশংকায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ান থেকে অফিসার সবাইকে সতর্ক করে দেয়া হলো। অপরিচিত নারীর সঙ্গে সংসর্গ করা থেকে বিরত থাকার জন্যে এবং মোবাইল থেকে মোট ঊনআশিটি অ্যাপ ডিলিট করার জন্যে। এর মধ্যে ঊনষাটটি অ্যাপ চিনের।
ভারত সরকার ইতিমধ্যেই ওই অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের খবর অনুযায়ী সেনা অফিসারদের সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক করে বহু গোপনীয় খবর হাতিয়ে নিচ্ছে পাকিস্তান ও চিন। পনেরো জুলাই এর মধ্যে ভারতীয় সেনাদের ফেসবুক এবং ইন্সটাগ্রাম একাউন্টও বন্ধ করে দিতে বলা হয়েছে।
গোয়েন্দাদের ধারণা ফেসবুক এবং ইন্সটাগ্রাম এর মধ্যে দিয়েও তথ্য পাচার হচ্ছে। সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা পনেরো জুলাই এর মধ্যে সব ধরণের সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের কাট অফ করে নেয়।