খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় কাল
  গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  কানাডায় ট্রুডোর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিলেন কার্নি

সেমিতে কে কার মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ আজ (রোববার) শেষ হয়েছে। চূড়ান্ত হয়ে গিয়েছে চার দলের লাইনআপ। গ্রুপ ১ থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২ থেকে সেমি-ফাইনালে উঠেছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান।

প্রথম সেমি-ফাইনালে পাকিস্তান লড়বে গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী ৯ নভেম্বর সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এরপর ভারত গ্রুপ-২ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে তাদের খেলা পড়বে গ্রুপ-১ এর রানার্সআপ দল ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালটি ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। দুই সেমিফাইনালে জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্ন ফাইনাল খেলবে।

এক নজরে সেমিফাইনাল 

৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি
১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!