সেপ্টেম্বর মাসজুড়ে সারাদেশে ৩৯২ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪২৬ জন ও আহত হয়েছেন ৮১৩ জন। সোমবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোড সেফাটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার চিত্র তৈরি করেছে।
তারা উল্লেখ করেন, নিহতের মধ্যে নারীর সংখ্যা ৬১ ও শিশুর সংখ্যা ৫৩। এছাড়া এই এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতুবরণ করেছেন ১৭৯জন। পথচারীদের মধ্যে নিহত হয়েছেন ৯৭ জন, যানবাহানের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৪জন। এছাড়া, রাজধানী ঢাকায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
এই এক মাসে নৌ পথে দুর্ঘটনা ঘটেছে ৮টি। এই ৮ দুর্ঘটনায় মারা গেছেন ১১জন এবং নিখোঁজ হয়েছেন ২ জন। রেল পথে দুর্ঘটনা ঘটেছে ১৭টি। যেখানে মারা গেছেন ১৩ জন।
বিভাগভিত্তিক দুর্ঘটনার তথ্য উপস্থাপনে সংস্থাটি উল্লেখ করেছে, ঢাকা বিভাগে ৩১.৬৩%, রাজশাহী বিভাগে ১০.৯৬%, চট্টগ্রাম বিভাগে ১৯.৮৯%, খুলনা বিভাগে ১২.২৪%, বরিশাল বিভাগে ৩.৮২%, সিলেট বিভাগে ৪.৮৪%, রংপুর বিভাগে ১০.৪৫%, এবং ময়মনসিংহ বিভাগে ৬.১২% সড়ক দুর্ঘটনা ঘটেছে।
খুলনা গেজেট/এনএম