সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৭ হাজার ২৫১ পয়েন্ট থেকে। বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৮৬ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৮২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৮৮ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৮৩টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ২১ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।
খুলনা গেজেট/ এস আই