খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

সুস্থ হয়ে উঠছে পরীর ছেলে

বিনোদন ডেস্ক

গত সপ্তাহে অসুস্থ ছেলের চিকিৎসার জন্য কলকাতা গিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সুস্থতার খবর জানালেন তিনি।

পরীমণি ফেসবুকের একটি পোস্টে জানান, তার ছেলে সুস্থ হয়ে উঠছে। তিনি লিখেছেন, ‘পুন্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ।’ এরপর ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি। আর সবার কাছে দোয়াও চেয়েছেন ছোট্ট পুন্যের জন্য।

পরীমণিসহ পরিবারের ৫ সদস্য ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে দেশের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সবাই সুস্থ হলেও অবস্থার উন্নতি হয়নি পরীর ছেলে পুন্যর। তাই সময়ক্ষেপণ না করে তিনি ছেলেকে নিয়ে বুধবার (১৭ জানুয়ারি) কলকাতা গিয়েছেন।

সেসময় জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী তার ফেসবুকে লিখেছিলেন, ‘এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ (পরীর ছেলে) তার দুটি ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই।’

তিনি আরও বলেছিলেন, ‘আপনারা সবাই পদ্মর জন্য পরীর জন্যে দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার পথের সাথী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সাথে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এইভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি।’

সবশেষে তিনি বলেছিলেন, ‘অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেয়ার সময়। পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতি, তুমি অনেক ধৈর্যশীলা মানুষ। তুমি একাই সব পারবে। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে।’

খুলনা গেজেট/ এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!