পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের নীলবাড়ীয়া এলাকা থেকে হরিণের হরিনের চামড়া, মাংসসহ ট্রলার জব্দ করেছে বনবিভাগের স্মার্ট টিম। সোমবার (২৮ মার্চ) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর টিম লিডার শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, সোমবার সকালে দুবলারচর এলাকায় নিয়মিত টহলদান কালে নীলবাড়ীয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে বলায় চালক ট্রলারটিকে সুন্দরবনের তীরে নোঙ্গর করে ট্রলারে থাকা আরোহীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে হরিনের চামড়াসহ আট কেজি পরিমাণ মাংস উদ্ধার করে।
জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলাম জানান, জব্দকৃত ট্রলার ও মাংস জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাংস বিনষ্ট করে মাটি চাপা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই