সুন্দরবন থেকে বিষ এবং নিষিদ্ধ জাল সহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার (১ এপ্রিল) রাত ১১টায় বনের ঘাগড়ামারী এলাকা হতে তাদের আটক করা হয়।
আটক হওয়া জেলেরা হল, বেল্লাল খাঁন, আজিজ গাজী ও ইস্রাফিল গাজী। খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা বাসিন্দা তারা। তারা বৈধ অনুমতি নিয়ে বিষ দিয়ে মাছ শিকারে যাচ্ছিলেন বনের অভ্যন্তরে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রবিবার (২ এপ্রিল) সকালে বলেন, আটক জেলেদের কাছে সুন্দরবনের ভেতরে মাছ ধরার জন্য বৈধ অনুমতি পত্র ছিল। কিন্তু তারা এই বৈধতার আড়ালে অবৈধভাবে মাছ শিকারের জন্য বিষ ও নিষিদ্ধ জাল নিয়ে রওনা হন। তবে গোপন সংবাদের বিত্তিতে তাদেরকে আটক করে বনরক্ষীরা। পরে তাদের কাছে পাওয়া বনবিভাগ কর্তৃক যে জেলের নামে অনুমতি পত্র ইস্যু করা হয়েছে সেই জেলে মিজানুর রহমানসহ ছয়জনকে আসামি করে বন আইনে মামলা করা হয়েছে।
আটক তিন জেলেকে রবিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় খুলনার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা মাহবুব হাসান।
খুলনা গেজেট/ এসজেড