সুন্দরবন এলাকা থেকে বিষ দিয়ে অবৈধভাবে মাছ ধরার পিছনে ‘মুন্না বাহিনী’র সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান করা হচ্ছে। এদিকে তার নির্দেশে দাকোপ থানা এলাকা থেকে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ জাল, মাছ মারার জন্য ব্যবহৃত অবৈধ বিষ, নৌকা উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিপিএম।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, জুলাই থেকে আগষ্ট মাছ সুন্দরবন এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। তবে মুন্না বাহিনীর নির্দেশে জেলার দাকোপ থানার কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদীর খালের মধ্যে কিছু জেলে বিষ দিয়ে মাছ ধরছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গত ১৮ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদ এবং জেলা গোয়েন্দা শাখার ওসি সেখ কনি মিয়ার যৌথ নেতৃত্বে অভিযান করা হয়। ঘটনাস্থল থেকে ৪টি বিভিন্ন সাইজের তৈরী ডিঙ্গি নৌকা, ১ হাজার দু’শ ফুট মাছ ধরার জাল, ৪ বোতল অবৈধ বিষসহ ৮জন জেলেকে আটক করা হয়। এরা হলেন – মো: তুহিন মীর, মো: সোহরাব সানা, দীপক সরকার, তপন সরকার ওরফে নুছুল, নিশীত মন্ডল, অলোক সরকার, সেলিম সেখ এবং মিরাজ মল্লিক।
পুলিশ সুপার আরও বলেন, দাকোপের বানিয়াশান্তা এলাকার ‘মুন্না বাহিনী’ এর নির্দেশে এসব জেলেরা সুন্দরবনে বিষ দিয়ে শুধু মাছই নয় কুমির, সাপ, কচ্ছপসহ বিভিন্ন বন্যপ্রাণী হত্যা করছেন। মুন্না বাহিনীকে আটকের চেষ্টা চলছে।
খুলনা গেজেট / এনআইআর