সুন্দরবনের ভোলা নদীর চর থেকে চোরাই ট্রলার ও ইলিশের জালসহ চার চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদীর চর থেকে শরণখোলা থানা পুলিশ এদেরকে আটক করে। এসময় বরিশাল থেকে চুরি করে আনা একটি ট্রলার ও সাড়ে চার হাজার ফুট ইলিশের জাল জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী এলাকার রুবেল বিশ্বাস, জুয়েল বিশ্বাস, মহিবুল বিশ্বাস ও শাহিন শিকদার।বরগুনা থেকে ট্রলারটি চুরি করে সুন্দরবনের ভোলা নদীতে তারা অবস্থান করছিল সুযোগ বুঝে জেলেদের কাছে বিক্রি করার জন্য।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনা থেকে ট্রলার ও ইলিশের জাল চুরি করে কিছু দুষ্ট লোক সুন্দরবনের অভ্যন্তরে অপেক্ষা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদেরকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানি এলাকার বাদশা মিয়ার একটি ট্রলার ও ইলিশের জাল চুরির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
খুলনা গেজেট/কেএম