খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
  পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত, আহত ৫
  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

সুন্দরবনকে দস্যুমুক্ত ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন

নিাজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলবাসী। সোমবার (২৫ নভেম্বর) শ্যামনগর প্রেসক্লাবের সামনে উপকূলীয় জেলে বাওয়ালীরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আত্মসমর্পণকৃত বনদস্যু মজনু বাহিনীর প্রধান মজনু, আলিফ বাহিনীর প্রধান আলিফ ও মিলন পাটোয়ারীসহ অন্যান্য বনদস্যুরা ফের সুন্দরবনে অপতৎপরতা শুরু করেছে। তারা প্রতিনিয়ত জেলেদের অপহরণ পূর্বক ও নির্যাতন করে মুক্তিপণ আদায় করছে। ইতিমধ্যে গোটা উপকূলে বনদস্যু আতংক ছড়িয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে জেলে-বাওয়ালীদের পরিবারগুলোর জীবন-জীবিকা অনিরাপদ হয়ে পড়বে।

বক্তারা পশ্চিম সুন্দরবন বনদস্যুমুক্তকরণ, জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দরবনের পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ সৃৃষ্টির দাবি জানান।

বাবুল রহমানের সঞ্চালনায় ও জেলেদের প্রতিনিধি মো. আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মো. সোলায়মান কবীর, রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শহিদুজ্জামান, স্থানীয় জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. ফজলুল রহমান, জেলে মো. আকবর হোসেন, আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আইয়ুব আলী প্রমুখ।

এদিকে, একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র‌্যাব মহাপরিচালক ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শ্যামনগর উপকূলীয় জেলে বাওয়ালীরা।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, জেলেদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবনে মাছ ও কাকড়া শিকারে যাওয়া একাধিক জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!