খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সুখস্মৃতি নিয়ে ফিরতে চায় লঙ্কানরা, টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে টাইগাররা। এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার মিশন তামিম-মুশফিকদের সামনে।

এদিকে দেশে ফেরার আগে শেষ ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে লঙ্কানরা। জয় লাভ করে সুখস্মৃতি নিয়ে বাড়ি ফিরতে চায় তারা। আগামীকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ২০১৫ সাল থেকে এ নিয়ে দশম সিরিজ জিতল বাংলাদেশ। গত কয়েক বছর ওয়ানডে ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (২৭ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের হয়ে মাহমুদউল্লাহ জানালেন, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবেন তাঁরা।

শেষ ম্যাচকে সামনে রেখে মাহমুদউল্লাহ বলেন, ‘তিন শূন্যতে শেষ করাই আমাদের লক্ষ্য। কিন্তু প্রথম দুই ম্যাচে টপ অর্ডারদের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। আমার মনে হয়, ব্যাটিং বা বোলিং হোক আমরা সেরা ক্রিকেট এখনো খেলতে পারিনি। এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আশা করছি, আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমার মনে হয় আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

নিজের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ধারাবাহিক থাকার চেষ্টা করছি। যেটা আমি সবসময় অনুভব করি যে, সঠিক সময়ে দলের জন্য অবদান রাখা। আমি ছয় নম্বরে ব্যাটিং করছি। তো ঠিক সময়ে আমি যদি দলের জন্য অবদান রাখতে পারি সেটা আমার ও দলের জন্য ভালো।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলেন, ‘২০২৩ সালে বিশ্বকাপ খেলার জন্য এই ম্যাচগুলোতে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রতি ওয়ানডেতে ১০ পয়েন্টের অনেক মূল্য রয়েছে। তাই আগামীকাল আমরা লড়াই করতে চাই। একটি জয় নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই।’

লঙ্কান কোচ আরও বলেন, ‘সাকিব, তামিম ও মুশফিক ২০০-এরও বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহও ২০০ ম্যাচের কাছাকাছি। মুস্তাফিজ ও মিরাজদের নিয়ে শক্তিশালী বোলিং বিভাগ। বাংলাদেশে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এমনটা আগেই ধরে নিয়ে ছিলাম। হয়েছেও তাই। তবে এই দল নিয়ে আমরা আশাবাদী। দলের সবাই এখনো জ্বলে উঠতে পারেনি। কাল তাদের কাছে ভালো পারফরম্যান্সের আশা করছি।’

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!