সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার লক্ষীদাড়ি হতে ১৩ বোতল ভারতীয় মদ, গাজীপুর সীমান্তের বেড়িবাধ হতে ২ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির ভাদিয়ালী মাঠ হতে ৫ বোতল মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী হতে ১০ বোতল মদ ও হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালী হতে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।
এছাড়া ভোমরা বিওপির সদস্যরা পৃথক তিনটি আভিযানে সদর থানার লক্ষীদাড়ি হতে ৫৫ হাজার ৬০৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, খৈনী এবং ধুপকাঠি আটক করে। গাজীপুর বিওপির সদস্যরা বেড়িবাধ হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঘোনা বিওপির সদস্যরা দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা নতুন পাড়া নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অপরদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী এবং কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ৪ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মোটরসাইকেল এবং ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী হতে ২ লক্ষ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির সদস্যরা ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। আটক এসব মালামালের মূল্য ১০ লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত পাঁচ টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা গেজেট/এমএম