রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কেবিন থেকে তাকে সিসিইউতে হস্তান্তর করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনের বিষয়ে শিগগিরই মতামত দেওয়া হবে বলে গতকাল জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
খুলনা গেজেট/ টিএ