খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

সিরিয়ায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার মূলভূখণ্ডে ইসরায়েলের হামলাকে আরব প্রজাতন্ত্রটির সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অবহিত করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দেশটির দামেস্কো ও আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ ক্ষতি করেছে। দেশটির নিরাপরাধ মানুষের জীবন এবং আন্তর্জাতিক ফ্লাইট বিঘ্নিত করেছে ও হুমকির মুখে ফেলেছে। এটি পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে উসকে দিতে পারে। এটি ঘটতে দেয়া কোন ভাবেই উচিত হচ্ছে না। খবর রয়টার্স।

বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল-ইকবারিয়া সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি।

ইরানের মদদপুষ্ট সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগেও বিভিন্ন সময়ে আলেপ্পো ও দামেস্কের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ইরানি সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দামেস্ক এবং আলেপ্পোর প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!