খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
  চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত : খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
  খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

সিরিজের মাঝেই শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল (শনিবার) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তার আগে আজ (শুক্রবার) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

মূলত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সিমন্স। দলের সঙ্গে থাকা একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। অর্থাৎ, আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাচ্ছে না টাইগাররা।

এ প্রসঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ইনশা-আল্লাহ ৭ তারিখ (জুলাই) ফিরে আসবেন তিনি।’

এর আগে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময় পাকিস্তানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব নিতে হবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ ছাড়া দলের সঙ্গে আছেন– পেস বোলিং কোচ শন টেইট এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে কলম্বোয়। পরবর্তীতে ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!