নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের ম্যাচে আগুন ঝরানো বোলিং করেন তিনি। প্রথম টি-২০ জয়ের অন্যতম নায়কও তিনি।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-২০তে ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছিলেন এই তরুণ পেসার। মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আগে শরিফুল তার পেস বোলিংয়ের কারিশমা দেখান। ওই ম্যাচেও তিনি নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়েছিলেন এক উইকেট।
মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের শেষ ম্যাচেও শরিফুল দারুণ বোলিং করেছেন। উচ্চতা কাজে লাগিয়ে করা বোলিংয়ে তিনি ৩.৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই ১১০ রানের পুঁজি নিয়েও জয়ের আশা দেখছিল দল।
শেষ পর্যন্ত বাংলাদেশ দল শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে। ১-১ ব্যবধানে সিরিজ সমতা হয়েছে। তবে শরিফুল ইসলাম তার দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি।
সিরিজ সেরা হয়ে শরিফুল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রথমবারের মতো সিরিজ সেরা। সুন্দর একটা বছর দেওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া। আগামী বছর আরোও সুন্দর হোক। সবাই দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
খুলনা গেজেট/এনএম