খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর
  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ

সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে বসেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে উঠেছে সিরিজ হার এড়ানোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এমন ম্যাচে সিরিজ বাঁচাতে একাদশেও আনা হতে পারে পরিবর্তন।

প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৯৪ রানের টার্গেট দিয়েও জয় পায়নি বাংলাদেশ। শুরুর দিকে উইকেট পেলেও মাঝে উইকেট নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। যে কারণে সিরিজ বাঁচাতে বোলিংয়ে পরিবর্তন আনা হতে পারে। আর সেই সম্ভাবনায় বেশি। তবে অপরিবর্তিত থাকতে পারে ব্যাটিং অর্ডার।

নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। কেননা, প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি থাকার পরও এই বোলিং বিভাগই ভুগিয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!