খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

সিয়াম সাধনায় – নাজাত দিও, হে দয়াময়

আবদুস সালাম খান পাঠান

প্রভু তিনি সর্ব আদি ও সর্ব অন্ত, তিনি পরম মহিমাময়,
সর্বজীবের রিযিকদাতা, নিয়ামতদাতা তিনি প্রভু, পরম দয়াময়,
সকল মুমিন বান্দার সন্মানদাতা, তিনি পবিত্র মহান, বিজ্ঞানময়,
সকল সৃষ্টি তাঁহার চিরকল্যাণময় ।

তিনি চরম প্রকাশ্য ও পরম গুপ্ত মহান প্রভু প্রজ্ঞাময় –
তিনি প্রথম সৃজনকারী, দুনিয়া ও আখিরাতে পুরস্কারদাতা,
পরম-স্নেহময় ।

তিনি (আল্লাহ) শাস্তিদাতা, ও ক্ষমাশীল, শান্তিদাতা, সদা গৌরবময়,
তিনি অনুগ্রহকারী, মৃত্যুদাতা, তওবা কবুলকারী, সদা ধৈর্য্যশীল,
– চিরজীবন্ত, অক্ষয় ।

হজরত মুহাম্মদ (সা:), প্রিয় নবীজি, তিনি পবিত্র সুন্দর –
– নুরের দিশারী, আল্লাহর বার্তা-বাহক, উম্মতের শাফায়াতকারী
আল্লাহর রহমত, তিনি ‘আল-আমিন’ ।

হাজারো দরূদ ও সালাম জানায়, মুমিন, মুসলমান প্রতিদিন ।
তাঁহার পুন্য পরশ ও সান্নিধ্যে, পাক রওজা, জিয়ারতে –
– হৃদয়ের সুখ-সীমাহীন ।

মাহে রমযানের সিয়াম সাধনায়, কৃচ্ছতা সংযমে, হৃদয়ের
তপ্তবুক উজারী; রাসূল প্রেমে; অশ্রুজলে সিক্ত নয়ন;-
‘শ্রদ্ধা ও ভালোবাসায়, চির অমলিন ।’

ত্রিশ রোজার বরকতে, মাগফিরাত ও নাজাত দিও আমায়
– হে খোদা, এ দিবা, নিশিদিন । ‘তওবা মাঝে –
সকল গোনাহের ক্ষমা করো, চিরসুখ দিও ওই সুন্দর-ভুবনে’,
– এলাহী আমিন !!

সকল বাসনা মিটাইও, পরকালে জান্নাত নসীব করো, বান্দা
এই মুমিন, – এ দীনহীন ।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!