বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পল্টন হত্যাকাণ্ড দিবস শনিবার। ২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ঢাকার পল্টন ময়দানে মহাসমাবেশে বোমা হত্যাকান্ড সংগঠিত হয়। বোমা হামলায় ঘটনাস্থলে মারা যান খুলনার বটিয়াঘাটার কৃষকনেতা হিমাংশু মন্ডল, দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক আঃ মজিদ, ঢাকার লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিক আবুল হাশেম ও মোক্তার হোসেন এবং বি এল কলেজের ছাত্রনেতা বিপ্রদাস রায় গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। সমাবেশে আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী।
পল্টন হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির উদ্যোগে বটিয়াঘাটার বসুরাবাদ গ্রামে শহীদ কমরেড হিমাংশু মন্ডলের সমাধিস্থলে নবনির্মিত ‘পল্টন হত্যাকান্ড স্মৃতিসৌধে’ বেলা তিনটায় পুষ্পার্ঘ্য অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সিপিবি খুলনা জেলা কার্যালয় খুলনা মহানগর কমিটির উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
খুলনা গেজেট/কেডি