খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদলে ১৯জনের টোকেন গ্রহণ

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদলে ১৬ ও ১৭ অক্টোবর দু’দিনে মোট ১৯জন খেলোয়াড় টোকেন গ্রহণ করেছেন। সোমবার (১৮ অক্টোবর) দল বদলের শেষ দিন।

টোকেন গ্রহণকারী খেলোয়াড়রা হলেন শামীম মোল্যা (ব্রাদার্স), খায়রুজ্জামান প্রিন্স (আবাহনী), ওসমান গনি (ইয়ং বয়েজ), মোস্তাফিজুর রহমান রনি (ঊল্কা), নুর আলম নুরা ( এসবিআলী), এস এম রাফসান জানি (ঊল্কা), শেখ শহিদুল ইসলাম (ঊল্কা), সাব্বির (আবাহনী), পুষ্পক বৈরাগী (ডুমুরিয়া), খান মো. তারা, মেহেদী হাসান (শেখ কামাল), সামিউল কাদির বনি (শেখ কামাল), মনিরুল ইসলাম (আবাহনী), সজিব বৈরাগী (আবাহনী), মাহমুদ হাসান বনি (আবাহনী), মো. কামাল রেজা সুজা (ঊল্কা), মো. রবিউল ইসলাম রাব্বি (মোহামেডান), সজিব হাওলাদার (ঊইনার্স) ও শহিদুর রহমান মিন্টু (ঊল্কা)।

সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দল বদলের কার্যক্রম চলবে নগরীর ৮, পিসি রায় রোডস্থ গফ্ফার টাওয়ারের ২য় তলায় আমিন-সামিন শিপিং লাইনের সভা কক্ষে। খেলোয়াড়দের ২০০ টাকা ও ২কপি ছবিসহ রেজিস্ট্রেশন করতে হবে। বহিরাগত ৮জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে। বিস্তারিত জানতে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে হবে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!