কুমিল্লার নাঙ্গলকোটে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে শিশু সন্তানসহ দম্পতির মৃত্যু হয়েছে। নাঙ্গলকোট উপজেলার হেসাখালে সোমবার রাত ৯টার দিকে গাছ উপড়ে যাওয়ার ঘটনা ঘটে। নিহতরা হলেন নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও তাদের মেয়ে লিজা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার।
চেয়ারম্যান ইকবাল জানান, পরিবারটির ঘরে ওপর এসে পড়ে উপড়ে যাওয়া গাছটি। এতে ঘরেই একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অন্য দুজন মারা গেছেন।