খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ দ. আফ্রিকা, কে হবেন সাকিবের ‘নায়ক’

ক্রীড়া প্রতিবেদক

সিডনিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টায় দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে সাকিব বাহিনী।

প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল নেদারল্যান্ডসকে হারানোর ব্যবধানটা মাত্র ৯ রান। সে ম্যাচে অসাধারণ ফিল্ডিং আর দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ডাচদের হারিয়েছে টাইগাররা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ের দুয়ারে থেকেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট হারায়।

কাজেই দুই দলের চাওয়া জয়। বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। সেমিফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।

অতীত সমীকরণের দিক থেকে বাংলাদেশের তুলনায় একধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্যাটে অতীতের ৭ বারের সাক্ষাতে প্রোটিয়াদের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।

বোলিং ও ফিল্ডিংয়ে বরাবরই শক্তিধর দক্ষিণ আফ্রিকা। কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের দেশ এটি। ব্যাটিংয়েও দুর্দান্ত তারা।

জ্যাক ক্যালিস- হাসিম আমলাদের যোগ্য প্রতিনিধিত্ব করছেন ডি কক, মিলার, ক্লাসেনরা। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ওভারে সর্বোচ্চ ২৩ রান নেওয়ার রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের বোলারদের মাথা ব্যথার কারণ তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। তিনি বলেছেন, বোলিং ইউনিট হিসেবে আমরা বাংলাদেশের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব।

মূলত: তিনি বাংলাদেশের টপ অর্ডারকে দ্রুত ধসিয়ে দেওয়ার কথাই বলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতেই ওপেনিং জুটি নড়বড়ে টাইগারদের। এশিয়া কাপ থেকে মেকশিফট ওপেনারের খোঁজে ক্লান্ত নির্বাচকরা।

নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্য শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সৌম্য ও শান্ত। উদ্বোধনী জুটিতে ৩০ বলে ৪৩ রান এসেছে, যা বাংলাদেশের বড় অর্জন। তাই বৃহস্পতিবারের ম্যাচে এ দুজনের কাঁধেই পড়তে পারে ইনিংস ওপেনিংয়ের দায়িত্ব।

লিটন দাস এখনও নিজেকে মেলে ধরতে না পারলেও তার বদলি হিসেবে অন্য কাউকে ভাবার ফুরসত নেই। এদিকে অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত গত ম্যাচে দলের হাল ধরেছিলেন। নয়ত ২০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে ১৪৪ রানে গিয়ে থামতেই পারত না। অর্থাৎ দ.আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে এ দুজন নিশ্চিত।

তবে একটি পরিবর্তন আসতে পারে একাদশে। গত কয়েক ম্যাচ ধরে ব্যাট হাতে ফ্লপ ইয়াসির আলি রাব্বিকে বসিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অন্তর্ভূক্তি করার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে মিরাজকে বিশ্রামে রাখা হয়েছিল।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর সাকিব জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররা কত গুরুত্বপূর্ণ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ এ মুহূর্তে রয়েছেন সেরা ফর্মে। এ দুজনকে ছাড়া একাদশ কল্পনাই করা যাচ্ছে না আর। এছাড়া গত ম্যাচে উইকেট না পেলে রান কম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ দিয়েছেন, যেখানে ৪ উইকেট পেলেও ২৫ রান দিয়েছেন তাসকিন। সে হিসেবে কাটার মাস্টারের পারফরম্যান্স কিছুটা হলেও প্রশংসার দাবি রাখে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকেই খেলাতে পারেন নির্বাচকরা।

অবশ্য উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে আগ্রহ দেখাননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সংবাদ সম্মেলনে দলের মধ্যে একটা বার্তা দিয়ে দিলেন তিনি। বললেন, ‘টি-টোয়েন্টি মেমোন্টামের খেলা। তা ধরতে পারলে দিন আমাদের। ছেলেদের উপর আমার আস্থা আছে। ওরা আগের ম্যাচে দেখিয়ে দিয়েছে। ভালো করার সুযোগ প্রত্যেকের সামনে উন্মুক্ত।’

অর্থাৎ গত ম্যাচের মতো জয়ের নায়ক হওয়ার সুযোগ পাচ্ছেন মোস্তাফিজও। সে হিসেবে হয়তো ইয়াসিরকেই বসিয়ে মিরাজকে দেখা যেতে পারে একাদশে। সে ক্ষেত্রে ব্যাটারের পাশাপাশি বাড়তি স্পিনারও পাবে বাংলাদেশ।

এ বিষয়ে সাকিবের বক্তব্য, ‘দু-একটা ব্যতিক্রমী পারফরম্যান্সও হয়, সেটাকে আমরা সাদরে গ্রহণ করব। আমরা চাই যে প্রতি ম্যাচেই এ রকম এক-দুইটা ব্যতিক্রমী পারফরম্যান্স হোক, যেটা খেলার মোড় ঘুরিয়ে দেয় অনেক বেশি।’

সবশেষে প্রশ্ন একটাই সিডনিতে সাকিবের ‘নায়ক’ হবেন কে?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টিম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলি রুশো, এইডেন মার্কওরাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে ও লুঙ্গি এনগিডি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!