সিডনি টেস্ট এখন পুরোপুরি স্বাগতিক অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হলো দারুণ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনটা অস্ট্রেলিয়া পার করল দাপটের সঙ্গে। তাতে করে টেস্টের নাটাইটাও এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে।
২ উইকেটে ৯৬ রান নিয়ে শনিবার নতুন দিনের খেলা শুরু করেছিল ভারত। ৪ উইকেটে ১৯৫ রান তুলে ফেলে দলটি। কিন্তু এরপর ৪৯ রান যোগ করতেই হারিয়ে ফেলে বাকি ৬ উইকেট। গুটিয়ে যায় ২৪৪ রানে। র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার প্যাট কামিন্স ৪ উইকেট শিকার করেন। তিনটি দুর্দান্ত রান আউট আদায় করেন অজি ফিল্ডাররা। অতিথি দল তাতে চলে যায় ব্যাকফুটে। আগের দিন ৫০ রানে আউট হয়েছিলেন শুভমান গিল। এদিন চেতেশ্বর পূজারা খেলেছেন ৫০ রানের ইনিংস। এই দুটি ইনিংসই দলটির পক্ষে সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া ২ উইকেটে ১০৩ রান তুলে দিন শেষ করেছে। এখন পর্যন্ত ১৯৭ রানের লিড পেয়েছে দলটি। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩৩৮। মারনাস লাবুশেন ৪৭ ও স্টিভেন স্মিথ ২৯ রান নিয়ে রবিবার নতুন দিনের খেলা শুরু করবেন।
দলীয় ১৬ রানে উইলি পুকোভস্কি (১০) ও ৩৫ রানে ডেভিড ওয়ার্নার (১৩) ফিরে যাওয়ার পর লাবুশেন ও স্মিথের মধ্যে গড়ে উঠেছে ৬৮ রানের জুটি। অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যানের জুটিটা চতুর্থ দিন বড় হলে ভারতকে অসম্ভব লক্ষ্যই পেরোতে হবে। চার ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। শেষ টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি, ব্রিসবেনে।
সংক্ষিপ্ত স্কোর —তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার ১৯৭ রানের লিড। অস্ট্রেলিয়া ৩৩৮ এবং ১০৩-২: লাবুশেন ৪৭*। ভারত ২৪৪: গিল ৫০, পূজারা ৫০; কামিন্স ৪-২৯।
খুলনা গেজেট/এ হোসেন