সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ৫৮ বছর পূর্তিতে প্রথম রি-ইউনিয়ন আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ লক্ষে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে কলেজের ক্যাম্পাসে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। খুলনায় বসবাসকারী সকল শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সভায় সভাপতিত্ব করেন রি-ইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন সদস্য সচিব তসলিম আহমেদ আশা। সভা শেষে রি-ইউনিয়নের থিম সং এর উদ্বোধন করা হয়।
এছাড়া সভায় রি-ইউনিয়নকে সাফল্যমন্ডিত করার জন্য মতামত ব্যক্ত করেন সিনিয়র শিক্ষার্থীরা। সভায় আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা বলে জানানো হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল ড. এ কে এম নুরুল ইসলাম প্রাক্তন উপাধ্যক্ষ, অধ্যাপক মাঞ্জার, আলম। এন এন এস এম আঃ বারী, আমিন রেজা, মোতাহার রহমান বাবু, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ রুহুল আমিন হাওলাদার, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, নাছিমা বেগম, নাদিরা শাফি পপি, লীনা আখতার, ইসলাম খান, কাজী শরিফুল ইসলাম, ভগবান চন্দ্র মন্ডল, মোঃ আব্দুর রাজ্জাক, রকিব উদ্দীন ফারাজী, দুলাল কৃষ্ণ দাস, মোঃ সামছুজ্জামান হেলাল, মোঃ মিজানুর রহমান পিটার, বাবলু বিশ্বাস, শাহীনা আখতার, কাওছারী জাহান মঞ্জু, শেখ আফসার উদ্দিন, জাকিয়া সুলতানা, এস এম এ রহিম, মোঃ মাহমুদ আরেফিন, মোঃ আজিজুর রহমান আজিজ,রবিউল ইসলাম, মুন্সী আব্দুর রাজ্জাক, মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, মোঃ মনিরুজ্জামান রহিম, শিরিন আক্তার, বনানী সুলতানা ঝুমু, জান্নাতুল মাওয়া রুনা, মোর্শেদ নওয়াজ শিপলু, মোঃ শাহজালাল মোল্লা মিলন, শেখ কমল হাসান, রেদওয়ানুল রুহানসহ প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি