খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ড্রাম ট্রাকের চাপায় নগরীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাহিত্যিক ইমদাদুল হকের ৯৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

সাহ্যিতিক কাজী ইমদাদুল হকের ৯৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত সভায় শেখ রেজানুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।

কবি সৈয়দ আলী হাকিমের সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠ করেন রেজাউল হক সিদ্দিকী, শাহানা বেগম, এম এম হাসান, গোলাম মোস্তফা, ওয়াহিদুজ্জামান সোহাগ, মোঃ জামিল আহমেদ, মোঃ রোবাইয়াত হোসেন, মিরাজুল ইসলাম, শেখ রতন মিয়া, মোঃ জিনারুল ইসলাম ও সৈয়দ জীবন।

সভায় প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, খুলনার কৃতি সন্তান কাজী এমদাদুল হক ব্রিটিশ ভারতে পিছিয়ে থাকা কুসংস্কারাচ্ছন্ন বাংলার মুসিলম সমাজের কল্যাণ সাধনের লক্ষ্যে কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন। তিনি আব্দুল্লাহ উপন্যাসে তৎকালীন মুসলিম সমাজের ধর্মান্ধতার বিভিন্ন দিকগুলি অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেন। শিক্ষা বিভাগে অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার শিক্ষাবিদ কাজী ইমাদুল হককে ১৯১৯ সালে খান সাহেব এবং ১৯২৬ সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!