খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাম্য হত্যায় তিন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর
  ডুমুরিয়ায় ট্যাংক লরি-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
  মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩
৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সাহিত্য সংসদের সভাপতি সাইফুল; সাঃ সম্পাদক মনিরুজ্জামান

গেজেট ডেস্ক

একুশে বইমেলা, খুলনা’র প্রবর্তনকারী ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য সংসদের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাইফুল ইসলাম মল্লিককে সভাপতি এবং মনিরুজ্জামান মোড়লকে সাধারণ সম্পাদক করে নবীন-প্রবীনের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় বয়রাস্থ সাহিত্য সংসদের নিজস্ব কার্যালয়ে সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নাজনীন আক্তার বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটিকে আগামী দুই বছরের জন্য সংসদ পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি-নাজনীন আক্তার বেবী, এফ এম হারুন অর রশীদ এবং জেসমিন জামান সবিতা; যুগ্ম সাধারণ সম্পাদক-এস এম বদরুল আলম রয়েল; সহ-সাধারণ সম্পাদ-মোঃ রাশেদুল আলম মুন্না এবং সৌরভসাহা সুজন, সাংগঠনিক সম্পাদক-ত্রিদীপ অধিকারি; সহ-সংগঠন সম্পাদক-শেখ ফরহাদুল ইসলাম; অর্থ সম্পাদক-মোঃ মতিয়ার রহমান; দপ্তর সম্পাদক-তানজিমা রহমান; সহদপ্তর সম্পাদক- তাঈম হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদ-খলিলুর রহমান সুমন; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- আবরার আজম; সাহিত্য সম্পাদক-অর্ঘ্য কুমার দাস; সহ-সাহিত্য সম্পাদক-সাদিয়া চৌধুরী; তথ্য ও প্রযুক্তি সম্পাদ-চৌধুরী মুশফিকুর রহমান; সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক-কৃষ্ণা ঢালী; শিল্পকলা সম্পাদক-মোঃ হাবিবুর রহমান বিপুল; সহশিল্পকলা সম্পাদক-মোঃ মাহবুবুর রহমান; সমাজকল্যান সম্পাদক-মোছাঃ মনিরা খাতুন; সহসমাজকল্যান সম্পাদক-মোঃ জোবের আলম তুয়াজ; পাঠাগার সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন; সহপাঠাগার সম্পাদক-এস এম সামিউল আলম লাস্কি; অনুষ্ঠান সম্পাদক-আশীষ পাত্র; সহঅনুষ্ঠান সম্পাদক-এস এম শহীদুজ্জামান; আইন সম্পাদক-এ্যাড, এলিজা সুলতানা; সহআইন সম্পাদক-এস এম তরিকুল আলম তুষার; শিক্ষা সম্পাদক-মোঃ কবির হোসেন সানা; সহশিক্ষা সম্পাদক-সীমা আক্তার যুথী; সদস্য- এজি রানা, আবু হোসেন অপু, মকবুল হোসেন, মোঃ মিরাজুল ইসলাম, রাজন হাওলাদার, দেবদাস ঢালী, জান্নাতুল ফেরদৌস, শাহাদাৎ, মিথিলা, নিলীমা, মানসিম, সুমাইয়া, অর্নি মল্লিক, আফরিন, তাছনিয়া, আজিজ, দুলি, রুহিন, মাওয়া, মেহেরাব, মাহিন মোর্শেদ অনিক, জাহিন, অর্পণ শুভ্র, তাবাচ্ছুম, মারিয়াম, মাহমুদা খানম, জান্নাতুল, হাবিবা, রিয়াদ হোসেন, সাদিয়া ইসলাম ছোঁয়া, সাউদিয়া আক্তার, ওমর ফারুক, প্রিতম, ফাহাদ, আব্দুল্লাহ আল রুহান, মোঃ তাহসান রহমান, ঝুমুর খাতুন, জান্নাতুল ফেরদৌস, মোঃ রেদওয়ানুল ইসলাম আবীর, স্বস্তিকা রায়, সিয়াম, ফাহিম, সিনথিয়া, শাওন হুসাইন রবি, উম্মে কুলসুম নাইচ, অরন্য প্রিয় দাশ, মালিহা চৌধুরী, তুলি, গল্ফার ঘরামী এবং ইয়ানুর।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!