আমরা যারা বাঙালি তাদের সকলের দায়িত্ব রয়েছে বিশ্ব দরবারে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করা। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ বাঙালি কবি-সাহিত্যিকরা তাদের দায়িত্ব পালন করে গেছেন। আমাদেরও দায়িত্ব রয়েছে অনেক। তাই একক না হলেও সমন্বিত ভাবে চেষ্ঠা করতে হবে। যেমন করছে সাহিত্য সংগঠন সাহিত্য নিকেতন। গত সাত বছরে তারা অনেক কিছু করেছে। অনেক বাংলা ভাষাভাষিদের তারা একত্রিভূত করেছে। প্রকাশনা ও অনলাইনের মাধ্যমে তারা অনেক দূর এগিয়েছে। আগামীতেও এই ধারা অব্যত করবে।
দুই বাংলার কবি সাহিত্যিকদের সংগঠন সাহিত্য নিকেতনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও বরিশাল শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজন সম্পন্ন হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও আহ্বান নৃত্যের মধ্য নিয়ে অুনষ্ঠানের শুভ সূচনা হয়। সংগঠনের সহ-সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদ, অমৃত কনজুমার ফুড প্রাডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভানু লাল দে এবং আর্যলক্ষ্মী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পংকজ গুপ্ত। নিলয় খাসকেল ও অধরা বণিক জুঁই -এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস। এসময় আরও বক্তব্য রাখেন সাহত্য নিকেতনের বরিশাল শাখার নব গঠিত কমিটির সভাপতি গনেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার ও সহ-সভাপতি স্বপন কুমার দত্ত। এর আগে ৩৫ সদস্য বিশিষ্ট বরিশাল শাখার কমিটি ঘোষণা করা হয়। তারও আগে অনুষ্ঠানে শিক্ষক ও সংগীত শিল্পী মৈত্রী ঘরাইকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক শিবনাথ মন্ডল হিমাংশু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী নূর, আইসিটি সম্পাদক শেখ শাওন, সাংস্কৃতিক সম্পাদক অনিতা রায় প্রমুখ। বরিশাল কমিটির অন্যান্যদের মধ্যে আছেন সহ-সভাপতি অর্চনা রাণী বিশ^াস, নিখিল চন্দ্র মন্ডল, মোঃ জাকির হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক নিলয় খাসকেল, আইনজীবী মাহাফুজুল ইসলাম জুয়েল, অনিতা রায় প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। এর আগে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়
খুলনা গেজেট/কেডি