খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর নামে তেরখাদা উপজেলার একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দিঘলিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ মে) বিকাল ৫ টায় উপজেলা চৌরাস্তার মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইয়াজুল ইসলাম, শেখ রিয়াজ, মোঃ আনিচুর রহমান, মোঃ আমজাদ হোসেন, গাজী মাসুদ রানা, মোড়ল হাসান মাহামুদ রাকিব, মোঃ হাবিবুর রহমান তারেক, শেখ রাজিব, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাইদুর রহমান, মোঃ নাহিদ মোল্যা, মোঃ ইয়াছিন আরাফাত, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, খান তৌহিদুর রহমান, মোঃ ইসরাফিল, গাজী আলী বাকের প্রিন্স, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রুবেল, খান আবু সাঈদ, শেখ আল আমিন প্রমুখ।