খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

সারাদেশে বিএনপির পদযাত্রা আজ, শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পালন করবে বিএনপি। আজ শনিবার সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পাল্টা হিসেবে আজ শনিবার সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বেগ বিরাজ করছে রাজনৈতিক মহলে।

বিএনপি নেতারা জানান,  বিএনপি ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটি সদস্য এবং অঙ্গ সংগঠন কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরা নিজ এলাকায় পদ যাত্রায় অংশ নেবেন।

এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বিভাগীয় সমাবেশ, বিক্ষোভ, গণ অবস্থান কর্মসূচি ও গণ মিছিল পালন করেছে।

প্রস্তুতি আওয়ামী লীগেরও

ইউনিয়ন পর্যায়ে আজকের শান্তি সমাবেশ ঘিরে এরই মধ্যে আওয়ামী লীগের প্রস্তুতি শেষ হয়েছে। এই কর্মসূচি সফল করতে এর আগে দেশের ৪০ জেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৫৩ জন কেন্দ্রীয় নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি ২৪ জেলায় স্থানীয় নেতা এবং স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে শান্তি সমাবেশ আয়োজনের নির্দেশ দেন শীর্ষ নেতারা।

দলীয় সূত্র বলছে, ৪০টি জেলার শান্তি সমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই সংশ্নিষ্ট জেলাগুলোয় চলে গেছেন। আজ শনিবারও যাবেন কেউ কেউ। অন্যদিকে বাকি জেলাগুলোয়ও স্থানীয় সংসদ সদস্য এবং জেলা-উপজেলা-ইউনিয়ন নেতাদের সমন্বয়ে শান্তি সমাবেশের মাধ্যমে বড় ধরনের শোডাউনের প্রস্তুতিও শেষ হয়েছে।

এই প্রস্তুতির অংশ হিসেবে প্রায় প্রতিদিনই দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা থেকেও এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!