গত কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা ছিল। তাপমাত্রাও ছিল একটু ঠান্ডা। ধীরে ধীরে মেঘলা আকাশ কেটে যাচ্ছে। তাপমাত্রাও বাড়তে শুরু করছে। আগামী কয়েক দিন তাপমাত্রা একটু করে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরের দিন বুধবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এই সময়ের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
খুলনা গেজেট/এনএম