বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কালকের কর্মসূচি ঘিরে সারাদেশে এক হাজার ৬৮০ জন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সমাবেশ ঘিরে আহত হয়েছেন ২ হাজার ১১০ জন। মামলায় আসামি করা হয়েছে ২৮ হাজার নেতাকর্মীকে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নয়াপল্টনের দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আমাদের (বিএনপি) নেতাকর্মীদের বাস, ট্রেন, লঞ্চ থেকে নেতাকর্মীদের নামিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। গাড়ি ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মিছিল করছে পাড়া মহল্লায়। ভয় দেখাতে লোক ভাড়া করা হচ্ছে।
তিনি বলেন, এত কিছুর পরও জনস্রোত আটকানো যায়নি নয়াপল্টন ঘিরে। সন্ত্রাসীরা মোরে মোরে পাহারা দিচ্ছে। ব্যক্তিগত মোবাইল চেক করে আটক করা হচ্ছে। একপ্রকার সান্ধ্য কারফিউ জারির মতো অবস্থা করা হচ্ছে।
রিজভী আরও বলেন, সরকার জনস্রোত দেখে ভয় পেয়ে সমাবেশ আটকানোর চেষ্টা করছে। সমাবেশ বানচাল করার জন্য সবধরনের চেষ্টা চালাচ্ছে সরকার। লোক সমাগম কমাতে কাজ করছে সরকার। নেতাকর্মীদের উস্কানিতে পা না দেয়ার আহবান। জনগণের শক্তির কাছে কোনো অপশক্তি টিকবে না।
খুলনা গেজেট/কেডি