জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনমিক লাইফ ৫০ বছরসহ ৩ দফা দাবিতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ আগস্ট এ কর্মসূচি শুরু হবে।
রবিবার (০৯ জুলাই) খুলনা ট্যাংকলরী ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
ব্যবসায়ীদের অপর দাবি হচ্ছে, তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হিসেবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ।
এতে সংবাদ সম্মেলনে কি-নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাউল ইসলাম, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস, সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক শেখ মুৱাদ হোসেন, আব্দুল মান্নান খান, শেখ জামিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম নন্টু প্রমুখ।
খুলনা গেজেট/এনএম