খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না : কৃষিবিদ শামীমুর রহমান

মোংলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না।

সোমবার (৭ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে মোংলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এরপর বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি মোংলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে পৃথক মতবিনিময় সভা করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন মোংলা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন, পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, জেলা মহিলা দলের নেত্রী কানিজ ফাতেমা আখি, উপজেলা যুবদলের আহবায়ক সইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মিঠু ফকির, পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান, মহসিন কামাল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু পলাশ দে সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!