সাভারে জুতার কারখানায় লাগা আগুনে পুড়ে মারা গেছেন তিনজন। আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার।
তিনি বলেন, ‘মরদেহগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।’
তিনি আরও জানান, ১০টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্ট নামের ভবনের পাশের টিনশেডের ঘরে বুধবার বিকেল ৫টা ১৬ মিনিটে আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, কারখানাটি ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানের।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
খুলনা গেজেট/ এস আই