খুলনার বটিয়াঘাটা থানার সাবেক পুলিশ পরিদর্শক শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলের পাঁচটি ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন আদালত। সোমবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন মামলা চলাকালীন সময় ওই সব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখার নির্দেশনা দেন। একই সাথে প্রায় ৫১ কোটি টাকার অপ্রদর্শিত সম্পত্তির হস্তান্তর বন্ধ রাখতে আইনত বাজেয়াপ্তকরণ (অ্যাটাসমেন্ট) নোটিশ দেওয়া হয়।
দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুদক ২০২১ সালে ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকর বিরুদ্ধে ৮/২১ নম্বর মামলা ও ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৯/২১ নম্বর মামলা দায়ের করে। তদন্তে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় ৫১ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যায়।
দুদক, খুলনার উপ-পরিচালক এম এ ওয়াদুদ মামলা চলাকালীন সময়ে ওই সম্পত্তি হস্তান্তর বন্ধ ও বিভিন্ন ব্যাংকে তাদের নামে ৫টি হিসাবে লেনদেন স্থগিত রাখার আবেদন করেন। বর্তমানে মামলার দুই আসামী কারাগারে রয়েছেন। আইএফআইসি, উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক ও লংকা বাংলা আর্থিক প্রতিষ্ঠানে থাকা স্বামী-স্ত্রীর পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।