খুলনা, বাংলাদেশ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা, শুনানি আগামীকাল
  তৎকালীন সরকারের যোগসাজশেই বিডিআর বিদ্রোহের ঘটনা, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে : মির্জা ফখরুল

সাবেক এমপি রশীদুজ্জামান দুই মামলায় ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক 

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ নাশকতার অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো: রশীদুজ্জামানকে পৃথক দু’টি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ইউপি নির্বাচনে বিএনপি’র একজন নেতা নির্বাচিত জয়ী হন। তাকে স্বাগত জানানোর জন্য বিএনপি’র নেতৃবৃন্দ ২০২০ সালের ৯ অক্টোবর পৌরসভা জিরো পয়েন্ট উপস্থিত হন। এ সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ওপর হামলা চালায়। আতঙ্ক সৃষ্টির জন্য আওয়ামী নেতৃবৃন্দ ককটেল বিস্ফারণ ঘটিয়ে মোটরসাইকেল ও মাইক্রোগাড়ি ভাঙচুর করে। ওই সময়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধন করে আওয়ামী নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, সরকার পতনের পর এ বছরের ২৯ আগস্ট বিএনপি সমর্থক মো: রুবেল গাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান এ মামলার ২ নং আসামি। আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

অপরদিকে ২০২৪ সালে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত ঘটনায় রশীদুজ্জামানকে ১ নম্বর আসামি করে ২১ আগস্ট ইশিতা আনাম রিতু নামে এক ছাত্রী বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!