হিমালয়ের দেশ নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশীপ অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক এবং স্ট্রাইকার সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সংবর্ধনা দেয়া হবে। বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হুমায়ুন কবির জানান, শনিবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনা খাতুনকে সংবর্ধণা দেওয়া হবে। মাসুরা পারভীন এখনো বাড়িতে আসেননি। তাদের দু’জনকে একসাথে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আগামীতে সময় করে সংবর্ধনা দেওয়া হবে।
সাফ চ্যাম্পিয়নশীপ অর্জন করে ফেরার পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে সাতক্ষীরার সবুজবাগের নিজ বাড়িতে আসেন সাবিনা খাতুন। পরে বেলা ১১টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজের গেটে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও ওরিয়ন স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে সাবিনাকে নিয়ে ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় একটি খোলা পিকআপে করে সামনে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সাতক্ষীরা শহরে একটি আনন্দ র্যালী বের করা হয়।