খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

ফাইনালের পথে এগিয়ে বাংলাদেশ

ফাইনালের দৌড়ে আলোচনায় ছিল স্বাগতিক বাংলাদেশ ও শক্তিশালী ভারত। তবে বাজে অবস্থা থেকে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো হিমালয়ের দেশ নেপালের মেয়েরা। সবার আগে ফাইনালে পৌঁছে গেছে তারা। আর তাই এখন অনেকটাই নড়বড়ে হয়ে গেছে দক্ষিণ এশিয়ার জায়ান্ট ভারতের ফাইনালের স্বপ্ন।

মঙ্গলবার নারী সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ দিনের খেলা মাঠে গড়িয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩-১ গোলে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে নেপাল।

চার দলের টুর্নামেন্টে ফাইনালের লড়াইয়ে সবচেয়ে সহজ সমীকরণে আছে বাংলাদেশ। এরপর সহজ অবস্থানে ছিল ভারত। যে নেপাল সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ছিল সেই তারাই ভারতকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে। তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে তারা। ফাইনাল খেলতে হলে নেপালের জয় ছাড়া বিকল্প কোনো কিছু ছিল না। যদিও শক্তিশালী ভারতকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে তারা।

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের ফাইনাল এখন বাংলাদেশ-ভুটান ম্যাচের ওপর নির্ভর করছে। ভুটানের বিপক্ষে ড্র করলেই ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে ভুটান বাংলাদেশকে হারালেই কেবল ভারতের ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ হারলে ভারত ও বাংলাদেশ উভয়ের সমান ৪ পয়েন্ট হবে। দুই দলের হেড টু হেডও ড্র। তখন গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় তাডরা ফাইনাল খেলবে।

বড় ধরনের অঘটন ঘটলেই কেবল বাংলাদেশ ভুটানের কাছে হারতে পারে৷ পুরুষ ফুটবলে হারলেও নারী ফুটবলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের কোনো হার নেই। বাংলাদেশ বেশ সতর্ক হয়েই ভুটানের সঙ্গে নামবে। দুই পরিবর্তন থাকবে একাদশে৷

আজ ভারত হারলেও ম্যাচে প্রথম লিড নিয়েছিল তারাই৷ ২১ মিনিটে ভারত গোল করে এগিয়ে যায়৷ প্রথমার্ধে ভারত এই স্কোরলাইনে ড্রেসিংরুমে যায়। ৪৮ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে ভারত। ভারতীয় ডিফেন্ডার গোলরক্ষককে পাস দেন। গোলরক্ষক ফিরতি পাস দিতে গেলে নেপাল ফরোয়ার্ড বল পেয়ে খেলায় সমতা আনেন৷

৬৮ মিনিটে নেপাল পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোলের পরই ভারতের টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টো ৮৯ মিনিটে নেপাল আরেক গোল করলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় হিমালয়ের দেশটির৷

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!