প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে বলিউড ছবি ‘জাট’। সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত এই ছবির বিরুদ্ধে খ্রিস্টান ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ উঠেছে। আর এতে নড়েচড়ে বসেছে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ।
এবার সেই বিতর্ক আইনি দিকে মোড় নিল। বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের পুলিশ এই ছবি সংশ্লিষ্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতা সানি দেওল, রণদীপ হুদা, বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে—ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষপ্রসূত কার্যকলাপে কোনো শ্রেণির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা দণ্ডনীয় অপরাধ।
অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ প্রাথমিকভাবে দুই দিনের সময় চেয়ে নেয়। সেই পর্যালোচনার পরেই সদর থানায় এফআইআর দায়ের করা হলো।
খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, ‘জাট’ ছবির একটি দৃশ্যে যিশু খ্রিস্ট ও খ্রিস্টান ধর্মীয় প্রথাকে অপমান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক দৃশ্যে রণদীপ হুদাকে যীশুর মতো গির্জার অভ্যন্তরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেই মুহূর্তেই ঘটে গুলি চালানোর ঘটনা। এছাড়াও ‘আমেন’ উচ্চারণ নিয়েও অসম্মানজনক ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ।
খুলনা গেজেট/এনএম